দাউদকান্দি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৬৫ বোতল ফেন্সিডিলসহ ৩ জন গ্রেফতার করেছে। রবিবার দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই মো: মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বলদাখাল বিআরটিসি বাস কাউন্টারের সামনে সন্দেহভাজন ৩ জনকে তল্লাশী ৬৫ বোতল ফেনসিডিলসহ আটক করে। গ্রেফতারকৃতরা হলো মুন্সিগঞ্জ সদর থানার বৈখর গ্রামের অালফাজ মিয়ার ছেলে মোফাজ্জল(৩৮), লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চরপক্ষী গ্রামের আব্দুল গনির ছেলে সবুজ(২৯) এবং গোপালগঞ্জ সদরের তারেক গ্রামের বেলায়েত হোসেন মোল্লার ছেলে আমির হোসেন(৩৫)। এব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।