সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীক মনোনয়ন পেয়েছেন মেজর ( অব.) মোহাম্মদ আলী সুমন।
সোমবার সন্ধ্যায় দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে লাইভ প্রোগ্রামে দ্বিতীয় বারের মত নৌকা মনোনয়ন পাওয়ার কথা নিশ্চিত করেন।
কুমিল্লা-১ ( দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল ( অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার ছেলে বর্তমান দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর ( অব.) মোহাম্মদ আলী সুমন।
মেজর ( অব.) মোহাম্মদ আলী সুমন নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়ার সংবাদে উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করেন।
গত ১৪ সেপ্টেম্বর সোমবার নির্বাচন কমিশনার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
এতে উল্লেখ করা হয় আগামী ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ২৬ সেপ্টেম্বর রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই, ৩ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ২০ অক্টোবর মঙ্গলবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।