কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থীর পক্ষে জমজমাট নির্বাচনী প্রচারণা করেছেন গৌরীপুর মাইক্রোবাস মালিক ও চালক সমিতি। শনিবার সংগঠন দুটি একশ মাইক্রোবাস ও প্রাইভেটকারের বিশাল গাড়ি বহর নিয়ে উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে গণসংযোগ করে। গৌরীপুর মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো: শাহ জালালের নেতৃত্বে গণসংযোগে অংশ গ্রহণ করেন, মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো: ছালাম মুন্সী, সহ-সভাপতি মো: বাবুল মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, চালক সমিতির সভাপতি মো: আলাল, সাধারণ সম্পাদক মো: আনিছুর রহমান প্রমূখ। এসময় সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে নৌকার পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। দাউদকান্দিতে এটিই প্রথম সবচেয়ে বড় গাড়ি বহরে গণসংযোগ।