কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের মহিষমারি গ্রামে তিনটি শিয়াল ও একটি গুইসাপ উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে। শনিবার সকালে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান এবং দুইবার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষি ও পরিবেশ সংগঠক অধ্যাপক মতিন সৈকত যৌথভাবে তিনটি শিয়াল শাবক এবং একটি গুইসাপ অবমুক্ত করেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় মহিষমারির হেলালদের বাড়ির বাঁশঝাড়ের ভিতরে গর্তে শিয়াল দেখতে পেয়ে এলাকার উৎসুক জনতা ঘিরে ফেলে। গর্ত খুড়ে তিনটি শিয়াল শাবক আটকে ফেলে কৌতূহলী তরুণরা। এসময় ঝোপের ভেতর থেকে তারা একটি গুইসাপ ধরে গলায় শিকল দিয়ে তালা দিয়ে রাখে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান তাৎক্ষণিক রাষ্ট্রীয় পুরষ্কার প্রাপ্ত কৃষি ও পরিবেশ সংগঠক অধ্যাপক মতিন সৈকত কে দায়িত্ব দেন বন্যপ্রাণীগুলোর তদারকি করতে। বন্যপ্রাণীগুলো অবমুক্ত করার সময়ে বন বিভাগের দাউদকান্দি উপজেলার কর্মকর্তা, দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সহ এলাকার শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।