শনিবার বিকালে দাউদকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গণে মুজিব শতবর্ষ উপলক্ষে জয়যাত্রা ফাউন্ডেশন ও জয়যাত্রা টেলিভিশনের উদ্যোগ ফাউন্ডেশনের চেয়ারম্যান সিআইপি হেলেনা জাহাঙ্গীর শীতার্ত গরীব ও অসহায় মানুষের মাঝে ২০ হাজার কম্বল বিতরণ করেছেন। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া প্রমূখ। সিআইপি হেলেনা জাহাঙ্গীর বলেন, মুজিব শতবর্ষতে জয়যাত্রা ফাউন্ডেশনের উদ্যোগ আমার এলাকার সাধারণ মানুষের কথা ভেবে আমি নিজেই তাদের জন্য ২০ হাজার কম্বল বিতরণ করেছি। আমি দাউদকান্দি বাসীর পাশে থেকে তাদের সেবা করে যেতে চাই।