বিভীষিকাময় ২১ আগষ্টে নিহতের স্মরণে দাউদকান্দিতে আলোচনা সভা, শোক র্যালী ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২১ আগষ্ট বুধবার দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, উপজেলা শ্রমীকলীগের সভাপতি মোঃ রকিব উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ হেলাল মাহমুদ, উপজেলা আওয়ামী মহিলালীগের সভানেত্রী জেবুন নেছা, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম। অপরদিকে গৌরীপুর-হোমনা সড়কে গৌরীপুর বাজারে শোক র্যালী অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হাসেম সরকার।