২৯ জুলাই সোমবার বিকাল ৪:৩৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের কৃতি সন্তান, রণাঙ্গনের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা পরবর্তী কুমিল্লা জেলা ও চট্টগ্রাম বিভাগের বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রবীণ রাজনীতিবিদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিউল বশর ভান্ডারী ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২৯ জুলাই সোমবার রাত ৯ টায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শফিউল বশর ভাণ্ডারীর প্রথম জানাজা তাঁর বাসভবন ঢাকার কাঁটাবনে অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই মঙ্গলবার বাদ জোহর হাইকোর্টে দ্বিতীয় জানাজা এবং ৩১ জুলাই বুধবার তাঁর গ্রামের বাড়ি দাউদকান্দিতে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। গ্রামের বাড়ির জানাজার সময় মঙ্গলবার জানানো হবে।