গৌরীপুর সূবল আফতব উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া
কুমিল্লা দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে ২৮ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় অডিটোরিয়ামে আসন্ন এস এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক মো: সেলিম মিয়ার সভাপত্বিতে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গৌরীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম ও খতিব, হাফেজ মাও.মূফতি মো: মাজহারুল ইসলাম।অনুষ্ঠানে বিদ্যালয়ে অনুষ্ঠানের আমন্ত্রীত অতিথিবৃন্দ ও বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে বক্তব্য রাখেন। তারা বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুধু শিক্ষাই নয় গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় হলো আলোকিত মানুষ গড়ার কারখানা। সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে অংশ গ্রহণ করতে হবে। নিয়মিত অধ্যবসায়ের বিকল্প নেই,শুধু শিক্ষিত হলেই হবে না তোমাদেরকে মানুষের মত মানুষ হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক সেলিম তালুকদার ও দাউদকান্দি প্রেস ক্লাবের সভাপতি ,সাংবাদিক হাবিবুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য ফারুক মিয়া,বিদ্যৎসাহী সদস্য সাংবাদিক ওমর ফারুক মিয়াজীসহ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে ৩৬৫ জন শিক্ষার্থী। এবং ভোকেশনালে ৬৭ জন শিক্ষার্থী ।