প্রতিদিনের মতো কুমিল্লা দাউকান্দি উপজেলার গৌরীপুর বাজারে কোথাও না কোথাও জ্যামে থাকতে হয় সিএনজি ,অটোরিস্কা বা যে কোন পরিবহণের যাত্রীদের তবে স্বরণকালের তীব্র যানজট লক্ষ্য করা গেছে আজ ১০জুন বুধবার সকাল থেকেই অফিসগামী যাত্রীরা যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েন। সকালের দিকেই বাজারের সড়কগুলোতে তীব্র যানজট দেখা যায়।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের তীব্রতা বাড়তে থাকে। ঢাকা চট্রগ্রাম মহাসড়কের গৌরীপুর বাস্ট্যান্ড থেকে গেরীপুর হোমনা সড়কের জিয়ারকান্দি গৌমতি ব্রীজ পর্যন্ত , আশপাশের এলাকার সড়কগুলোতে দীর্ঘ সময় যানবাহন আটকা পড়ে সৃষ্টি হয় যানজটের।এদিকে রাস্তায় যানজট থাকায় দাউকান্দি ও গৌরীপুরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েছেন।সপ্তাহের অন্য দিনে যেখানে গৌরীপুর মোড় থেকে বাজারের আসতে সময় লাগতো ১০থেকে ১৫মিনিট কিন্তু আজ বুধবার তীব্র যানজটের থাকায় ১ঘন্টাও বাজারে আসতে পারছেনা যাত্রীরা ।বাজারের, গৌরীপুর-হোমনা সড়কের কাজ চলার কারণে প্রতিদিনই জ্যামের সঙ্গে লড়াই করে কর্মস্থলে আসতে হচ্ছে ব্যবসায়ী ও যাত্রীদের। তবে গৌরীপুর-হোমনা সড়কের কাজ শেষ হলে জ্যাম অনেকাংশেই কমবে।গৌরীপুর বাজারে সামন্য বৃষ্টি কারণে্ এবং দীর্ঘদিন এই সড়কটি প্রতি অবহেলার ও খোঁড়াখুঁড়ি কারণে রাস্তা সংকুচিত হয়ে যাওয়ায় কিছুটা জ্যাম সৃষ্টি হয়েছে। তবে আগের তুলনায় জ্যাম অনেক কমেছে।