কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশেম বাজারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার কাশেম বাজার যুব সংঘ কতৃক আয়োজিত ৮ দলীয় হাডুডু ফাইনাল টুর্নামেন্টে কাঠালবাড়ী হাডুডু দল ধর্মপুর হাডুডু দলকে তিন সিটে পরাজিত করেন। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানীর সরকার, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরকার মনোয়ার পাশা, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক উত্তম কুমার মোহন্তসহ আর অনেকে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার একটি মনিটর তুলে দেওয়া হয়।