কুমিল্লা কোতয়ালীর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: আনোয়ারুল হক। ২৫ জুলাই বৃহস্পতিবার দুপুর ২ টায় তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝে নেন। তিনি ২০০১ সালের ২০ মে সাব-ইন্সপেক্টর পদে পুলিশের চাকুরীতে যোগদান করেন।কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন তিনি। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সফলতার সাথে শেষ করেন মোঃ আনোয়ারুল হক। এর আগে তিনি দাউদকান্দি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত), হোমনা থানায় ইন্সপেক্টর (তদন্ত), বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও চাঁদপুর জেলার মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে দীর্ঘদিন কর্মরত ছিলেন তিনি। ওসি মো: আনোয়ারুল হকের বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। সে বামনা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর (অব:) এম,এ হাকিমের ছেলে।