বৃহস্পতিবার দুপুরে কুমিল্লায় বীরচন্দ্র নগর মিলনায়তন টাউন হলে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ত্রি বার্ষিক সম্মেলন কমিটির সভাপতি আবুল হাসনাৎ শাহীনের সভাপতিত্বে, কমিটির সদস্য সচিব তুষার আহমেদের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামিলীগের সভাপতি মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ শিক্ষক সমিতির কুমিল্লা জেলা শাখার সভাপতি হাসান ইমাম মজুমদার ফটিক।। বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম তালুকদার মন্টু, কুমিল্লা অঞ্চল সহ সভাপতি কার্তিক সরকার, কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আদনান, চাদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সুমন মিয়াসহ, কুমিল্লা জেলার বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।