চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় করোনাভাইরাস মোকবিলায় তৎপর প্রশাসন, পুলিশসহ অন্যসব আইন-শৃংখলা বাহিনী। তবে থেমে নেই উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আবু বকর সিদ্দিক খোকন। স্বপ্রণোদিত হয়ে নিজেই কর্মহীন সুবিধাবঞ্চিত, দিনমজুর, গরীব ও অসহায় পরিবারের মধ্যে এ আর্থিক সহায়তার পৌঁছে দেওয়া হয়।
রোববার দিনভর সুলতানাবাদ ইউনিয়নের ২২টি গ্রামে ৩ শতাধিক গরীব ও অসহায়কে আর্থিক অনুদান প্রদান করেন।
আবু বকর সিদ্দিক খোকন বলেছেন, সভানেত্রীর নির্দেশে নিজ অবস্থান থেকে এগিয়ে এসেছে এবং আশাবাদ ব্যক্ত করেছেন দ্রুতই করোনা সংকট দূর হবে। তবে এক্ষেত্রে সরকারি নির্দেশ মেনে চলার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
আবু বকর সিদ্দিক খোকন বলেন, জনগণের দল আওয়ামী লীগ। সকল সংকটেই জনগণের পাশে থেকেছে। তবে যেহেতু এবারের যুদ্ধ ঐক্যবদ্ধভাবে মোকাবেলায় নয়, সেহেতু নির্ধারিত স্যোসাল ডিসটেন্স বজায় রাখতে হচ্ছে। একইসাথে সহায়তা ও সহযোগিতার কৌশলও বদলেছে। বিপদগ্রস্ত অভাবীদের সাহায্য করাও ইবাদত।
বিত্তবানদের কর্মহীন সুবিধাবঞ্চিত, দিনমজুর, গরীব ও অসহায় পরিবারের পাশে এসে নিজ নিজ অবস্থান থেকে দাড়াতে আহ্বান জানান তিনি।
এ সময় জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।