করোনাকালীন সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এছাড়াও তিনি দেশের সাধারণ মানুষের সবসময় খোঁজ-খবর রাখছেন। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনের সভা কক্ষে আয়োজিত “সংসদ সদস্যের স্বেচ্ছা তহবিলের অর্থ অনুদান প্রদান অনুষ্ঠানে” এসব একথা বলেন কুমিল্লা-১ ( দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া। অনুষ্ঠানে দাউদকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৪২ জনের মধ্যে ২ লাখ ৫০হাজার টাকা এবং ৬ টি ধর্মীয় প্রতিষ্ঠানে ২লাখ টাকার অনুদান বিতরণ করেন। এসময় দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, উপজেলার বিভিন্ন বিভাগের দপ্তর প্রধানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া এমপি তার বক্তব্যে বলেন, বিশ্ব আজ এক কঠিন সময় পার করছে। বাংলাদেশও সেই বাস্তবতারই অংশ। এই কঠিন পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে সকলের সহযোগিতায নিয়ে সফল হতে হবে। তবে, সরকার যে কোন পরিস্থিতিতে আপনাদের পাশে আছে। তিনি আরও বলেন, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা ও সংকট নিরসনে সরকার বদ্ধ পরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের প্রতিটি উপজেলার অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং আর্থিক অনুদানসহ বিভিন্ন মানবিক সহায়তা প্রদানে কঠোর নির্দেশনা দেয়া রয়েছে বলে জানান। পরে সংসদ সদস্য বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্ধোধন করেন।