২৩ মে শনিবার সকালে সামাজিক দুরুত্ব বজায় রেখে কুমিল্লা দাউদকান্দি উজেলার গৌরীপুরে এসএসসি ২০০১ বন্ধন বাংলাদেশ কুমিল্লা জোনের এর উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় । গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম সরকার এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সিনিয়র পুলিশ সুপার (দাউকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.দাউকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা :মো: শাহিনূর আলম সুমন, দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগার এই সময় এসএসসি বন্ধন ২০০১ বাংলাদেশ কুমিল্লা জোনের সংগঠনের সভাপতি মো: নুরুউদ্দিন প্রধান,সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম রিপন,যুগ্ম সাধারণ সম্পাদক মো: হাবিবুল্লাহ ,সাংগঠনিক সম্পাদক এই্চ এম মোমেন,কোষাধক্ষ মো: মনির হোসেন,দপ্তর সম্পাদক মো: রকিব মিয়াজী ,উপ অর্থ সম্পাদক ইন্দ্রাজিত ঘোষ,সমাজ কল্যাণ সম্পাদক জিলানী হোসেন ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: মহিবু উল্লাহ আসিফ, ভ্রমণ ও সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক মো: আক্তার মোল্লা,সেচ্ছাসেবক বিষয় সম্পাদক মো: জিলানী , সদস্য মানিক প্রধান ও রমজান সরকার উপস্থিত ছিলেন । বক্তারা বলেন দরিদ্র ও অসহায় এসব মানুষ আপনার আমার ভাই-বোন, আত্মীয়-স্বজন। করোনার সময় তো বটেই অন্য সময়েও তাদের সাহায্য করা আমাদের কর্তব্য। ঈদের আনন্দটা সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই আমাদের লক্ষ্য। সবাই ঘরে থাকুন, সাবধানে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন।