সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। সোমবার (২ মার্চ) শনাক্তকৃত ওই ব্যক্তি ইরান থেকে বাহরাই হয়ে সৌদিতে ঢুকেছিলেন। করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ওই ব্যক্তিকে হাসপাতালে নেয়ার পর পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলে জানা যায়, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। বিষয়টি সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।ওই ব্যক্তি বর্তমানে হাসপাতালের আইসোলেশন কেন্দ্রে রয়েছেন এবং তিনি চিকিৎসাধীন বলেও জানিয়েছে মন্ত্রণালয়।ওই ব্যক্তির সংস্পর্শে এসেছেন এমন লোকজনেরও পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষার ফল আসার পরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেছে মন্ত্রণালয়।