জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে উল্লাস মাল্টিমিডিয়া স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ২৪ ফেব্রুয়ারি সোমবার দাউদকান্দির চর চারিপাড়ায় অনুষ্ঠিত হয় এবারের প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
এর আগে ২৩ ফেব্রুয়ারি শুরু হওয়া এবারের ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিনে
আয়োজন ছিল মনোজ্ঞ খেলা ও যেমন খুশি তেমন সাজের মত আকর্ষনীয় সব আয়োজন।
খেলার উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুমিল্লা শাখার সাধারন সম্পাদক কামরুল হাসান ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সামসুল আলম, অবসর প্রাপ্ত সাজেন্ট সাইফুল ইসলাম স্বপন,
দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দাউদকান্দি সহকারী শিক্ষক সমিতির তফাজ্জল হোসেন, বি কে এ কুমিল্লা পশ্চিমের সাধারন সম্পাদক শাহ আলম সরকার, গৌরীপুর স্পোটিং ক্লাবের ম্যানেজার রেজাউল করিম রিপন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্রতিষ্ঠানটির পরিচালক ইব্রাহীম হামজা ও সাংবাদিক হাবিবুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনছুর আহমেদ ইমনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা খেলার প্রয়োজনীয়তা সহ যুগ উপযোগী সময়ে আধুনিক মানের শিক্ষার সমন্বয়ে গড়ে উঠা প্রতিষ্ঠানটির প্রশংসা করেন।